ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফ্যাসিস্ট ফিরে আসলে দাড়ি-টুপিওয়ালা মানুষ বাড়িতে ঘুমাতে পারবে না’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৮ আগস্ট ২০২৫  
‘ফ্যাসিস্ট ফিরে আসলে দাড়ি-টুপিওয়ালা মানুষ বাড়িতে ঘুমাতে পারবে না’

জামায়াতের কেন্দ্রীয় ইউনিটের সদস্য ও গোপালগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার বলেছেন, ‘‘আগামীতে আল্লাহর আইন আর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যাতে আগামীতে ভালো মানুষের শাসন চালু করা যায়। তা না হলে আবার যদি ফ্যাসিস্ট ফিরে আসে তাহলে দাড়ি-টুপিওয়ালা মানুষ আর বাড়িতে ঘুমাতে পারবে না।’’

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের সালেহিয়া আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ‘জুলাই গন-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক রেজাউল করিমরে সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সালেহিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আবু সাঈদ আব্দুল্লাহ, লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. হায়দার আলী, জেলা কোর্ট মসজিদ মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা শফিকুল ইসলাম, গোপালগঞ্জ জজ কোর্টের সহকারী সরকারি কৌশলী অ্যাডভোকেট সোলায়মান সিদ্দিক প্রমুখ।

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়