নড়াইল-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হান্নান সরদার
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাওলানা হান্নান সরদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য এবং নড়াইল জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হান্নান সরদারের নাম ঘোষণা করেছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে খুলনা মহানগরীর একটি হোটেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির আয়োজিত মতবিনিময় সভা শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন নড়াইল-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হান্নান সরদারের নাম ঘোষনা করেন।
জানা গেছে, খেলাফত মজলিসের কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড থেকে সারাদেশের সকল সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল-২ আসনে আগামী সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী মাওলানা হান্নান সরদারের নাম ঘোষণা করা হলো।
মাওলানা হান্নান সরদার বলেন, “নড়াইল-লোহাগড়ার জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করব এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”
ঢাকা/শরিফুল/এস