ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক তুহিন হত্যা

অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৬, ৯ আগস্ট ২০২৫
অপরাধীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে শনিবার সকালে মানববন্ধন করেন সাংবাদিকরা

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে শনিবার (৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে মিছিল ও মানবন্ধন করেছেন সাংবাদিকরা। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়নের কথা বলেন।

নারায়ণগঞ্জ:
সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জেরা সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

আরো পড়ুন:

এসময় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

নেত্রকোণা:
নেত্রকোণার বারহাট্টা প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন সাংবাদিকরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত না হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু ও বারহাট্টা প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফরিদপুর:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে তারা এই কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুহিন হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

মাদারীপুর:
সকালে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সেখানে বক্তারা হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি এইচ এম মিলন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি জাফরুল হাসান, দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাসিরউদ্দিন ফকির লিটন, আনন্দ টিভির প্রতিনিধি ম ম হারুর অর-রশিদ, মাই টিভির জিয়াউদ্দিন লিয়াকত, দৈনিক সংবাদের কালকিনি উপজেলা প্রতিনিধি আশরাফুর রহমান হাকিম প্রমুখ।

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা/অনিক/ ইবাদ/তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়