ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৩৩, ৯ আগস্ট ২০২৫
বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়। আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।

আরো পড়ুন:

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, আক্তারুল নামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় অস্ত্র বেচাকেনা করছেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, ‘‘এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে আক্তারুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে হয়েছে।’’

ঢাকা/রিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়