মদ্যপ অবস্থায় আইল্যান্ডে গাড়ি তুলে ধরা ৮ মামলার আসামি
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গ্রেপ্তার হয়েছেন ৮ মামলার পলাতক এক আসামি। তার নাম রেজাউন-নবী আল মামুন (৫৫)।
শনিবার (৯ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর তালাইমারি মোড়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডে গাড়ি তুলে দেন মামুন।
তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার বাড়ি নগরীর দড়িখড়বোনা এলাকায়।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন মামুন। তালাইমারি মোড়ে হঠাৎ রাস্তার পাশে থাকা আইল্যান্ডে গাড়ি তুলে দেন তিনি। এ সময় আশেপাশের সাধারণ মানুষের দিকেও গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে গাড়িটি ঘিরে ফেলেন।
খবর পেয়ে র্যাব-৫ এর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৬ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা স্বীকার করেছেন। মামুনের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে এবং এসব মামলায় তিনি পলাতক ছিলেন। নতুন করে তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা করা হয়েছে।
ঢাকা/কেয়া/রাজীব