ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা ও কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়লনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কদমতলী গ্রামের দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) ও জুনাইদ আহমদ এর মেয়ে তানিশা মনি (৫)।
পরিবার সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘‘পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
গাজীপুর: জেলার শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাটিয়া বাড়ি গ্রামের শাহজাহান শিকদারের ছেলে রায়হান (১০) ও একই গ্রামের রজ্জব আলীর ছেলে মাহিম (৯)।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভিন বলেন, ‘‘শনিবার বাড়ির পাশে পুকুর পাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম। হঠাৎ তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুর থেকে রায়হান ও মাহিমের মরদেহ উদ্ধার করা হয়।’’
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান বলেন, ‘‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/পলাশ/রফিক/রাজীব