‘সব ভুলে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে’
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলে সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘‘অতীতে যা হয়েছে, সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’’
শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদের এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।’’
মোহাম্মদ শাহজাহান বলেন, ‘‘সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সঙ্গে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না।’’
তিনি আরো বলেন, ‘‘জুলাই-আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে এক থাকতে হবে যেন বাংলাদেশে আর ফ্যাসিবাদ তৈরি না হয়। আর আমাদের এই একতার মাধ্যমে ফ্যাসিবাদকে চিরস্থায়ীভাবে তাড়াতে হবে। এমপি, মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগণ। যারা সত্যিকারের মানুষ, তারা নিজের স্বার্থ নয়; দেশকে ভালোবাসে। আমি দলের দুঃসময়ে ছিলাম, এখনো আছি।’’
সবাইকে খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।’’
সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান, আবু নাসের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি পলাশ, জেলা কৃষক দলের সদস্য সচিব জিএস হারুন প্রমুখ।
ঢাকা/সুজন/বকুল