ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার লালমনিরহাটে সাংবাদিককে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১০:৪৩, ১০ আগস্ট ২০২৫
এবার লালমনিরহাটে সাংবাদিককে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হেলাল হোসেন কবির

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢগাছ গ্রামে হেলাল হোসেন কবির নামের এক সাংবাদিককে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। 

পূর্ব শত্রুতার জেরে গতরাতে শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সেসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মারধরের শিকার হন সাংবাদিক হেলালের কবিরের মাও। এ ঘটনায় পুলিশ সেহরাব হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে।

আহত সাংবাদিক হেলাল হোসেন কবির ‘আলোর মনি’ নামে একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পেশাগত কাজে লালমনিরহাট শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সাংবাদিক হেলাল কবির। সেসময় একই এলাকার মকবুল হোসেন ও তার চার ছেলেসহ তাদের স্বজনরা পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করে। এরপর তারা লাঠি ও রড দিয়ে হেলালকে বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

হেলাল কবিরের চিৎকারে তার মা সামসুন্নাহার বেগম লুসি এগিয়ে গেলে তাকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা গিয়ে মা ও ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় সাংবাদিক হেলাল হোসেন কবির বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই সোহরাব আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরন্নবী জানান, মামলার পর পরই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ঢাকা/সিপন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়