ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেলের জালে বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৫৭, ১০ আগস্ট ২০২৫
জেলের জালে বিরল প্রজাতির অ্যাঞ্জেলফিশ

জেলের জালে ধরা পড়া অ্যাঞ্জেলফিস

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আনোয়ার মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি অ্যাঞ্জেলফিশ। এটির দৈর্ঘ্য ১৬ ইঞ্চি। 

রবিবার (১০ আগস্ট) সকালে মৎস্য বন্দর মহিপুরে মাছটিকে নিয়ে আসা হলে অনেকেই মাছটি দেখতে ভিড় জমায়। এর আগে গত ৪ আগস্ট ওই জেলের জালে অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি ধরা পড়ে।

জেলে আনোয়ার মাঝি বলেন, “গত এক সপ্তাহ আগে ‘এফবি জারিফ তারিফ’ নামের একটি ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে যাই। ৪ আগস্ট জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে এটিও ধরা পড়ে। এর আগে কখনো আমার জালে এধরনের বিরল প্রজাতির মাছ ধরা পড়েনি।”

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ছগির আকন বলেন, “প্রথম দেখাতেই মাছটিকে আনোয়ার মাঝির কাছ থেকে তিনি বাসায় নিয়ে এসেছেন। তবে মাছটি খাওয়া যায় কিনা সে বিষয়ে ধারণা নেই।”

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ’র গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, “মাছটির বাংলা নাম ‘অ্যাঞ্জেলফিশ’ বৈজ্ঞানিক নাম (Pomacanthus imperator) এটি রঙিন একটি সামুদ্রিক মাছ। এর প্রাকৃতিক আবাসস্থল ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রধান অঞ্চলে। সর্বোচ্চ প্রায় ৪০ সেমি (১৬ ইঞ্চি) পর্যন্ত বড় হতে পারে। মাছটি সাধারণত প্রবাল প্রধান, লবণাক্ত, উষ্ণ সমুদ্র অঞ্চলে থাকে।” 

তিনি আরো বলেন, “বঙ্গোপসাগরের উপকূলে এমন মাছ সচরাচর ধরা পড়ে না। কারণ, উপকূলীয় অংশ মূলত কাদামাটি, বালুময়, প্রবাল প্রাচীর তেমন নেই। তবে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাংশে আন্দামান সাগর সংলগ্ন, মায়ানমার উপকূলের কাছাকাছি কিছু প্রবাল প্রধান এলাকা আছে।”

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “মাছটির বাংলা নাম ‘অ্যাঞ্জেলফিশ’। এটি একটি বিরল প্রজাতির মাছ। মাছটি উপকূলে সচরাচর দেখা যায় না। এটি গভীর সমুদ্রের। বিভিন্ন প্রজাতির মাছের সাথে এটি জেলের জালে উঠে এসেছে। এটা জেলেদের জন্য একটি সুখবর। এসব মাছ যত বেশি ধরা পড়বে জেলেরা অর্থনৈতিকভাবে তত বেশি লাভবান হবে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়