ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে তারা সড়ক থেকে সরে যান। ফলে দুই ঘণ্টা পর ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা, ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
এর আগে, আজ সকাল ১১টার দিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক পথের যোগাযোগ বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কের দুই পাশে সৃষ্টি হয় যানজট।
সড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ ও হাটিকুমরুল হাইওেয়ে থানার ওসি আব্দুর রউফ।
শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “আমরা দুই ঘণ্টা পর সড়ক ছেড়ে দিয়েছি। অবরোধ চলাকালে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও পরিবহন চালকদের ভোগান্তি পোহাতে হয়। এ কারণে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।”
আন্দোলনের সময় শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৯ বছর অতিবাহিত হয়েছে। এখনো ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। বর্তমানে ১২০০ শিক্ষার্থী, ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগের একাডেমিক কার্যক্রম চলছে।
নিজস্ব জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকল্প প্রস্তাব পাঠালেও তা এখনো অনুমোদন পায়নি। ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। যা একনেকে নীতিগত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
হাটিকুমরুল হাইওেয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা/অদিত্য/মাসুদ