ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১০ আগস্ট ২০২৫  
গাজীপুরে সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতি

গাজীপুরের সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়ি

গাজীপুরে সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় এসময় আহত হন তিনজন। 

শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কলমেশ্বর এলাকার ওই বাড়িতে ডাকাতি হয়। 

আরো পড়ুন:

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍“এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে ১০-১২ জন ডাকাত সীমানাপ্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করে। তাকে খুঁটির সঙ্গে বেঁধে ডাকাতরা দ্বিতীয় তলায় প্রবেশ করে।

সেখানে তারা চিকিৎসক হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ছয়টি মোবাইল ও তৈজসপত্র লুট করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় কেয়ারটেকারসহ তিনজন আহত হন। 

গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়