কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম-রাজারহাট সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার দুধখাওয়া গ্রামের রফিকুল ইসলাম সম্প্রতি কাজের সন্ধানে ঢাকা যান। এ সময় বাড়িতে স্ত্রী ও সন্তানদের রেখে আসেন।
কিন্তু, ঢাকায় আসার পরে আরেকটি বিয়ে করেন রফিকুল। এরপরই বাড়িতে রেখে আসা স্ত্রীর ওপর পরিবারের লোকজন দিয়ে অমানবিক নির্যাতন চালান তিনি।
একপর্যায়ে গৃহবধূর যৌনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেওয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।
শ্বশুরবাড়ির লোকজনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, ‘‘এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে ১২ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/সৈকত/রাজীব