ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১০ আগস্ট ২০২৫  
রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রাজশাহীর দুর্গাপুরে ওয়াজেদ আলী (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদের বিরুদ্ধে হত্যা মামলা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ মে গ্রামের দুপক্ষের মধ্যে মারামারিতে হাসিবুর নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি ছিলেন ওয়াজেদ আলী। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে এলাকায় অবস্থান করছিলেন।

আরো পড়ুন:

স্বজনদের অভিযোগ, রবিবার সকালে ছেলে মাসুমকে নিয়ে গ্রামের বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন ওয়াজেদ। এ সময় একই গ্রামের একরামুল, ফয়সাল, এমদাদুল, হান্নান ও মান্নানসহ ১০-১৫ জন লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা নিয়ে তাদের ওপর হামলা চালান।

হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাতের কব্জি ও পায়ে গুরুতর জখম হয়। আহত হন তার স্ত্রী ও ছেলে। তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘‘আগের একটি হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে ওয়াজেদ আলী মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’’

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়