ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেতনানাশক খাইয়ে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৫৮, ১০ আগস্ট ২০২৫
চেতনানাশক খাইয়ে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন- উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের মো. শফিকুল ইসলাম (৩৫), জসীম উদ্দিন (৩০), মো. বাবুল মিয়া (২৫) ও সাব্বির আহমেদ (২০)।

আরো পড়ুন:

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। ১৫ দিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে শিশুটি একটি দোকানে আশ্রয় নেয়। এ সময় আসামিরা কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ালে শিশুটি জ্ঞান হারায়। পরে অভিযুক্তরা তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং পুরো ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে শিশুটিকে আরো একাধিকবার গণধর্ষণ করে তারা। প্রথমে শিশুটি ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। পরে অভিযুক্তরা ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ভুক্তভোগীর ভাইয়ের নজরে আসে। পরে শিশুটি পুরো ঘটনা পরিবারের সবাইকে খুলে বলে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘‘এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’’

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়