লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল কর্মী আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এ কে এম ফরিদ উদ্দিন
লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ যুবদল কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (১০ আগস্ট) রাত ১টার দিকে তাকে আটক করা হয়।
আটক যুবদল কর্মীর নাম এ কে এম ফরিদ উদ্দিন। তিনি জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক।
অভিযানে নেতৃত্ব দেওয়া লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র জব্দ করা হয়। আটকের পর ফরিদ উদ্দিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, “ফরিদের বিষয়ে দলের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।”
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ