ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রেললাইনের পাশ থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০৯, ১১ আগস্ট ২০২৫
রেললাইনের পাশ থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

কালীগঞ্জের টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়া মিশন রেলওয়ে ব্রিজের কাছে রবিবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক উদ্ধার হন

গাজীপুরের কালীগঞ্জের টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়া মিশন রেলওয়ে ব্রিজের কাছে হাত-পা বাঁধা অবস্থায় মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। পুলিশের ধারণা, পূর্ব বা পারিবারিক শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে।

স্থানীয়রা জানান, রাতে মোজাম্মেলকে হাত-পা বেঁধে ব্রিজের কাছ দিয়ে কয়েকজন ব্যক্তিকে নিয়ে যেতে দেখতে পান এলাকার লোকজন। এসময় এলাকাবাসীর টর্চ লাইটের আলো দেখে মোজ্জামেলকে খাদের মধ্যে ফেলে পালিয়ে যান ওই ব্যক্তিরা। পরে কাছে গেলে, মোজাম্মেলের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বা পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।  ভুক্তভোগী চিকিৎসাধীন থাকায় এখনো তার পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।” 

ঢাকা/রফিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়