পাবনায় নিজের গলা কাটলেন বৃদ্ধা
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনার চাটমোহরে ধান কাটার কাঁচি দিয়ে নিজের গলা কেটেছেন রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা।
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত রফেজা ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, স্বামী তালাক দেওয়ার পর থেকে মস্তালিপুর গ্রামে বাবা আমিন উদ্দিনের বাড়িতে থাকতেন রফেজা খাতুন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি।
রবিবার দুপুর ২টার দিকে রফেজা খাতুনের গোঙানির শব্দ পেয়ে ছেলে-বউ ও প্রতিবেশীরা গিয়ে দেখেন, রফেজা খাতুনের গলা কাটা এবং ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্ত। ছটফট করতে করতে ঘটনাস্থলেই মারা যান রফেজা খাতুন। তার পাশেই ছিল রক্তমাখা কাঁচি।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন রফেজা খাতুন। এর আগেও একবার ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেছিলেন। তবে, সেবার বেঁচে যান তিনি।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানিয়েছেন, রফেজা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/শাহীন/রফিক