ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৪৭, ১১ আগস্ট ২০২৫
ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সোমবার ছাত্র সংসদের দাবিতে অনশনরত সাজু (পাঞ্জাবি পরিহিত) ও কয়েকজন শিক্ষার্থী

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে বসেছেন মো. আক্তারুজ্জামান সাজু নামের এক শিক্ষার্থী। তার সঙ্গে সংহতি জানিয়ে এসময় প্রতীকী অনশন করছেন অন্যান্য শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন সাজু। 

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ছাত্র সাজু জানান, এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার অন্যতম একটি দাবি। ছাত্র সংসদ হলে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করবে ন্যায্য দাবি আদায়ের প্লাটফর্ম।

গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত নেতৃত্ব নির্বাচিত হবে। ফলে ছাত্রদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি পাবে। 

তিনি আরো জানান, বিশ্বিবদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী পর্ষদ রিজেন্ট বোর্ড থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অনুমোদন করতে হবে এবং একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ে বড় করে আলোচনা সভা করা হয়েছে। বিষয়টি আরো উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়