ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:১৫, ১১ আগস্ট ২০২৫

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মোটর সাইকেল চলার সময় কাদা ছিটকে পথচারীর গায়ে লাগাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে করিমগঞ্জের কিরাটন ইউনিয়নের গৌরারগোপ গ্রামে সংঘর্ষ হয়।

আরো পড়ুন:

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, শনিবার (৯ আগস্ট) বিকেলে গৌরারগোপ গ্রামের তাজুল ইসলাম হেটে গাবতলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে মোটর সাইকেলে যাচ্ছিলেন পাশের গ্রামের মাসুদ মিয়া। মাসুদের চলন্ত মোটর সাইকেল থেকে কাদা ছিটকে তাজুল ইসলামের শরীরে পড়লে দুই জনের মধ্যে তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে তাজুল ইসলামকে মারধর করেন মাসুদ। এ ঘটনাকে কেন্দ্র আজ সোমবার (১১ আগস্ট) সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মাহবুব মোর্শেদ।

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়