ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:২৬, ১১ আগস্ট ২০২৫
স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে রয়েল মণ্ডল

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী মলিনা বেগমকে (২৫) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মণ্ডলকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

রয়েল মণ্ডল ফরিদপুর সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মণ্ডলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার এজাহার অনুযায়ী, ২ লাখ টাকা যৌতুক না পাওয়ায় ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে রয়েল মণ্ডল তার স্ত্রী মলিনা বেগমকে পিটিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করেন। 

মলিনা একই উপজেলার তাম্বুলখানা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। ঘটনার পরদিন মলিনার বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানিয়েছেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রয়েল মণ্ডলের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়