ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৪০, ১১ আগস্ট ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “১৫ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে, যা সংশোধনের জন্য ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “এই মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ-মহিলাদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। আশা করি, এই মডেল মসজিদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার কোণায় কোণায় সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে।”

আরো পড়ুন:

সোমবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদে বড় ধরনের কোনো ক্রস মিসটেকের খবর এখনো আসেনি। কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি রয়েছে, যা ঠিকাদার ও প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামের আমির মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়