ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে ৬ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৫৩, ১১ আগস্ট ২০২৫
সোনারগাঁয়ে ৬ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয়জন ডাকাত ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১।

রবিবার (১০ আগস্ট) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে  সোনারগাঁয়ে উপজেলার পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালায় র‌্যাব।

আরো পড়ুন:

সোমবার (১১ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। 

অভিযান চলাকালে ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার ও দা জব্দ কর হয়। এছাড়া পিরোজপুরের বটতলা থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন, মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব,মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেন। 

লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোল প্লাজার অভিমুখে যানজটে বা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে আক্রমণ করে মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ছয়জনকে আটক করলে তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

তিনি জানান, পিরোজপুর বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হয়নি, পালিয়ে যায় আসামীরা। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা/অনিক/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়