ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত 

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ১১ আগস্ট ২০২৫  
শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত 

আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করেছেন আদালত। 

সোমবার (১১ আগস্ট) দুপুরে সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি নির্বাচন স্থগিত করে রায় দেন। রবিবার (১০ আগস্ট) সাইফুল ইসলাম স্বপন ও হাসেম আহাম্মেদ ছিদ্দিকি বাদী হয়ে নির্বাচন স্থগিতের আবেদন করেন। 

আরো পড়ুন:

সোমবার মামলার শুনানি করেন আইনজীবী আখতারুজ্জামান। তাকে সহযোগিতা করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশেষ পিপি রুবি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা আতাহার আলী। 

মামলার প্রধান আইজবীবী আখতারুজ্জামান জানান, বাদীপক্ষ আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া। আদালত বিষয়টি আমলে নিয়ে এই সংক্রান্ত রায় দেন। রায়ে বিচারক ত্রুটিযুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচন অনুষ্ঠানে নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছেন।

একইসঙ্গে আদালত চেম্বার সভাপতি আরিফ হোসেন, চেম্বার সচিব হারুণ অর রশিদ, এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহবুব আলম রকিব, বাছাই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এম কে মোরাদুজ্জামানকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন। এর ফলে নয় বছর পর চেম্বার নির্বাচনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা স্থগিত হয়ে গেল। 

ঢাকা/তারিকুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়