ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ফরিদকে যুবদল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১১ আগস্ট ২০২৫  
সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ফরিদকে যুবদল থেকে বহিষ্কার

এ কে এম ফরিদ উদ্দিন

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভুইয়া।

আরো পড়ুন:

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় যুবদলের সাবেক নেতা ফরিদ উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের অন্য নেতাকর্মীদের সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ড ও অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

সোমবার (১১ আগস্ট) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে একনলা বন্দুক উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। অভিযানের নেতৃত্বে ছিলেন লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান। দুপুরে ফরিদ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। 

ঢাকা/লিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়