ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে এসআইকে কুপিয়ে আহত, আটক ১৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১২ আগস্ট ২০২৫   আপডেট: ১২:১৪, ১২ আগস্ট ২০২৫
চট্টগ্রামে এসআইকে কুপিয়ে আহত, আটক ১৮

এসআই আবু সাইদ রানা

চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান পরিচালনার সময় আবু সাইদ রানা নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। 

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে তার ওপর হামলা হয়। এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ।  

আরো পড়ুন:

মঙ্গলবার (১২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, পুলিশ সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করছে। আহত পুলিশ কর্মকর্তা আবু সাঈদ রানা বন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সল্টগোলা এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল রাতে হঠাৎ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এসময় উপ-পরিদর্শক রানাকে কুপিয়ে আহত করা হয়।

আহত পুলিশ সদস্যকে প্রথমে মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী এলাকাজুড়ে যৌথ অভিযান শুরু করে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান জানান, অভিযানে থাকা অবস্থায় এ হামলা হয়েছে। এসআই আবু সাইদ রানা গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত আছে। ১৮ জনকে আটক করা হয়েছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়