ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১২ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:১৩, ১২ আগস্ট ২০২৫
ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ জুলাই যোদ্ধা আটক

যৌথ বাহিনীর হাতে আটক জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা।

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেন্সিডিল ও নগদ অর্থসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) আটক হয়েছেন। তার কেস আইডি নম্বর - ৩৫০৭০। 

সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।

মো. সেলিম রেজার জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেন। সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪২ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা/হিমেল/এস 

সর্বশেষ

পাঠকপ্রিয়