ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১২ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৪২, ১২ আগস্ট ২০২৫
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। এতে পাঁচজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও স্থানীয় পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম, একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গণী মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল এবং সবুজ মিয়ার ১৯ দিন বয়সী মেয়ে সায়মা খাতুন। নিহত ও আহতদের  সবাই অটোরিকশার যাত্রী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোজাফফর হোসেন জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে মাল বোঝাই ট্রাক আসছিল। এ সময় সামনে থাকা যাত্রীবাহী অটোরিকশায় ধাক্কা দিলে সেটি সড়কে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন মারা যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, নিহত তিনজনের লাশ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। 

ঢাকা/লুমেন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়