ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১২ আগস্ট ২০২৫  
নড়াইলে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

নড়াইল সদর উপজেলার জঙ্গল গ্রামে বালতির পানিতে পড়ে নাঈমা নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নাঈমা জঙ্গল গ্রামের বারেক শেখের মেয়ে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বারেক শেখের বাড়িতে টিউবওয়েলের কাছে বালতিভরা পানি ছিল। শিশু নাঈমা খেলতে খেলতে বালতির মধ্যে পড়ে যায়। পরিবারের সদস্যরা নাঈমাকে খুঁজতে গিয়ে দেখে, সে বালতির মধ্যে পড়ে রয়েছে। তারা নাঈমাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস জানিয়েছেন, শিশু নাঈমাকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, জঙ্গল গ্রামে বালতির পানিতে পড়ে নাঈমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/শরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়