ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রী হত্যার দায়ে সাবেক ছাত্রলীগ নেতার আমৃত্যু কারাদণ্ড 

ঝলকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১২ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৪৭, ১২ আগস্ট ২০২৫
স্ত্রী হত্যার দায়ে সাবেক ছাত্রলীগ নেতার আমৃত্যু কারাদণ্ড 

অনুর সঙ্গে স্ত্রী তানহা

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলী ইমাম খান ওরফে অনুকে (৩০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

আরো পড়ুন:

অনু সম্প্রতি জামিন নিয়ে পলাতক থাকায় রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মাসুদুর রহমান। অনু জেলা শহরের দলিল লেখক দিলদার খান হোসেনের ছেলে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ মে সকাল ১০টার দিকে ঝালকাঠির শহরতলীর ইকোপার্ক এলাকায় অনু তার স্ত্রী সায়মা পারভীন ওরফে তানহাকে (১৯) ছুরিকাঘাতে হত্যা করে ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর দুপুর ১২টার দিকে তিনি সদর থানায় আত্মসমর্পণ করেন। সেখানে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে লাশ উদ্ধার করে।

নিহত তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজে অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। অনু ঝালকাঠি শহরের ফকির বাড়ি এলাকার বাসিন্দা।  

পুলিশ হেফাজতে আটক থাকাকালে অনু সাংবাদিকদের বলেন, ‘‘২০২১ সালের ২ সেপ্টেম্বর আমি তানহাকে বিয়ে করি। তবে আমরা আলাদাভাবে যার যার বাড়িতে বসবাস করতাম। তানহা মেসেঞ্জারে বিভিন্ন ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ করত। নিষেধ করা সত্ত্বেও বিরত না হওয়ায় ইকোপার্কে ডেকে নিয়ে তাকে হত্যা করেছি।’’

ঝালকাঠি জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন জানান, আদালতে ২০২৪ সালের ৪ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৬ জনের সাক্ষ্যের ভিত্তিতে এ রায় দেয়া হয়েছে। 

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নাসির উদ্দিন কবির। 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়