বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় ছেলে গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বাবাকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ছেলে মাসুক মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, সোমবার (১১ আগস্ট) রাতে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তারাউল্লা গ্রামের ধনু মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে পাঁচ ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
ধনু মিয়া প্রথম পক্ষের ছেলেদের সম্পত্তি বুঝিয়ে দেন এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একই বাড়িতে বসবাস শুরু করেন। তবে প্রথম পক্ষের কয়েকজন ছেলে জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দেন।
এতে ধনু মিয়া রাজি না হওয়ায় গত ২৬ জুলাই সকালে স্থানীয় মসজিদের সামনে অতর্কিত হামলা চালিয়ে ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপায় ছেলে মাসুক। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর ধনু মিয়া বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা চেষ্টা মামলা করেন। মামলার পর থেকে পলাতক মাসুককে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সিপিসি-৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাসুককে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। গুরুতর অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
ঢাকা/মামুন/মেহেদী