ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসে ২ কোটি টাকার ‘আইস’ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১২ আগস্ট ২০২৫  
খুলনায় ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসে ২ কোটি টাকার ‘আইস’ উদ্ধার, আটক ২

খুলনা জেলার ডুমুরিয়ায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ‘আইস’ নামক মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাস স্ট্যান্ডে খুলনা গামী  যাত্রীবাহী বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩) তল্লাশী চালানো হয়। এ সময় বাসের ভিতর বাক্সে একটি কাগজের বিস্কিটের কার্টুনের মধ্যে ২ কেজি ‘আইস’ নামক মাদক পাওয়া যায়। এর মধ্যে দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। মাদক বহন করায় চালক ও তার সহকারীসহ বাসটি আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মৃত রমজান শেখের ছেলে (চালক) বিল্লাল শেখ (৪০) ও একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে (সহকারী) সুকুমার অধিকারী (৩৫)।

জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, “জব্দকৃত ‘আইস’ মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। চালক ও হেলপার আটক রয়েছে এবং মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।”

ঢাকা/নুরুজ্জামান/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়