৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাফ নদী। ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ ধরতে যাওয়া একটি নৌকার পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার মো. আলী আহমদের ছেলে মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), একই এলাকার কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম জানান, সকালে পাঁচ জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। পাশের নৌকায় থাকা জেলেরা ফিরে এসে বিষয়টি স্থানীয়দের জানান।
শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, “নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ মোট পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যান। ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি স্বজনরা বিজিবিকে জানিয়েছেন।”
ঢাকা/তারেকুর/মাসুদ