ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১৩ আগস্ট ২০২৫  
মানিকগঞ্জে আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক গ্রেপ্তার

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম খোকন

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম ওরফে খোকনকে (৫৬) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. জাহিদুল ইসলাম ওরফে খোকন মানিকগঞ্জ পৌরসভার জয়রা গ্রামের (নবীন সিনেমা হলের পিছনে) মৃত নুরুল ইসলামের ছেলে।

ওসি এসএম আমান উল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মানিকগঞ্জ সদর থানার দায়েরকৃত মামলার তদন্তে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম ওরফে খোকনের সম্পৃক্ত পাওয়া যায়। ওই মামলার প্রেক্ষিতে তাকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামি মো. জাহিদুল ইসলাম ওরফে খোকনকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

ঢাকা/চন্দন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়