ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চালকাণ্ডে দিনাজপুর আদালতে আটক হাকিম মন্ডল

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:২৫, ১৩ আগস্ট ২০২৫
চালকাণ্ডে দিনাজপুর আদালতে আটক হাকিম মন্ডল

জেলা আইনজীবী সমিতি, দিনাজপুর

‘হিলি বন্দরের গুদামে গুদামে চাল মজুত, দামে ঊর্ধ্বগতি’ শিরোনামে গত ২৫ জুন (বুধবার) দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে খাদ্য মন্ত্রণালয় ও দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা প্রশাসন। 

পরে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার হিলির বিশিষ্ট ব্যবসায়ী হাকিম মন্ডলের গুদামে অভিযান পরিচালনা করেন। 

অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতের দায়ে ৫ কোটি ৩৩ লাখ টাকার চাল, ডাল ও ধান জব্দসহ তিনটি গুদাম সিলগলা করে দেন। একইসঙ্গে হাকিম মন্ডলসহ তার ম্যানেজারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। 

সেই মামলায় জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে হাকিম মন্ডলকে জেলহাজতে পাঠান জেলা দায়রা জজ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

ওসি নাজমুল হক জানান, গত ২৮ জুন অবৈধভাবে চাল-ডাল ও ধান মজুত করার অপরাধে হাকিম মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ। ঐ মামলায় দিনাজপুর আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে হাকিম মন্ডলকে জেলহাজতে পাঠান দায়রা জজ আদালত।

ঢাকা/মোসলেম/এস 

সর্বশেষ

পাঠকপ্রিয়