ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:১৫, ১৩ আগস্ট ২০২৫
যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা 

ফাইল ফটো

যশোরে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত রেজাউল ইসলাম একই গ্রামের গোলাম তরফদারের ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা রাতে মোবাইলে কল করে রেজাউলকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে বাড়ির পাশেই রেজাউলকে তারা গলা কেটে হত্যা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালী থানার ওসি আব্দুল হাসনাত জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়