ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৩ আগস্ট ২০২৫  
খুলনায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হত্যা মামলার আসামিসহ চারজন

খুলনার রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি শেখ হাফিজসহ (৩২) চার জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

বুধবার (১৩ আগস্ট) ভোররাত পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার আইচগাতী ইউনিয়নের বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলো- হাফিজের সহযোগী তানজিল হাসান জ্যোতি (৩৭), মো. মাসুম শেখ (২২) ও মো. দীপু শেখ (২৪)। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ছুরি ও মাদক উদ্ধার করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় সাব্বির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়