ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৩৬, ১৩ আগস্ট ২০২৫
কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়

কুমিল্লার বুড়িচং উপজেলার জালালপুর গ্রামের নমিতা রাণী পাল (৪২) ও তার মেয়ে তন্বী রাণী পালের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, অভাব, ঋণ ও রোগাক্রান্ত হওয়ায় মানসিক চাপ থেকে তারা আত্মহত্যা করেছেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রাণী পালের তিন মেয়ে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্বী অবিবাহিত ছিলেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন নমিতা রাণী। তিনি স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন। তবে গত দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না। এতে পরিবারের আয় বন্ধ হয়ে যায় এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে ওঠে। এছাড়াও বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা মানসিক চাপে ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মা ও মেয়ে বিষপান করেন। প্রতিবেশিরা বিষয়টি জানতে পেরে তাদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘‘প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পরিবারটি দীর্ঘ দিন ধরে ঋণগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভাব, ঋণের দায় ও অসুস্থতার কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছেন।’’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওসি মোহাম্মদ আজিজুল হক।

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়