ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ওয়ান ইলেভেন সৃষ্টি হতে পারে: খোকন 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১৩ আগস্ট ২০২৫  
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ওয়ান ইলেভেন সৃষ্টি হতে পারে: খোকন 

প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাইরুল কবির খোকন

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা হারালে আবারো ওয়ান ইলেভেন সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘‘ওয়ান ইলেভেন বোঝেন? ২০০৭ সালে তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশছাড়া করার চেষ্টা হয়। তারেক রহমানকে তিনতলা থেকে ফেলে দিয়ে হাড় ভেঙে ফেলা হয়।’’

বুধবার (১৩ আগস্ট) বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরো পড়ুন:

খাইরুল কবির খোকন বলেন, ‘‘বর্তমান সরকারের কিংস পাটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা সরকারে না থেকেও সরকারের সুযোগ-সুবিধা পাচ্ছে। তারা প্রটোকল পাচ্ছে। তারা ডিসি, এসপি, ওসিসহ বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সুযোগ সুবিধা পাচ্ছে। ব্যবসা-বাণিজ্য, ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘তারা বলছে সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচন হতে দেবে না। বিএনপি ১৬ বছর লড়াই, সংগ্রাম করেছে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জাতীয় নির্বাচনের জন্য। অনির্বাচিত সরকারের হাতে দেশ-জাতি কখনো নিরাপদ নয়।’’ 

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কমিটির প্রধান সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক জামিনুল হোসেন মিঠু, মিজানুর রহমান মুরাদ প্রমুখ।

ঢাকা/বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়