ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রিজন সেল থেকে পালানোর ৬ দিন পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪২, ১৩ আগস্ট ২০২৫
প্রিজন সেল থেকে পালানোর ৬ দিন পর গ্রেপ্তার

গ্রেপ্তার ইউসুফ হাওলাদার

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়া আসামি ইউসুফ হাওলাদারকে (২৫) ছয় দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে খুলনা নগরীর খালিশপুর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইউসুফ হাওলাদার নগরীর খালিশপুর থানার আলমনগরের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, খালিশপুর থানা পুলিশ মাদক মামলার আসামি ইউসুফ হাওলাদারকে গ্রেপ্তার করে। তিনি বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ  হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি এবং পরবর্তীতে প্রিজন সেলে রাখা হয়। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে ইউসুফ হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যায়। খালিশপুর থানা পুলিশের অভিযানে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউসুফ হাওলাদারের বিরুদ্ধে পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা হয়েছে। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল  

সর্বশেষ

পাঠকপ্রিয়