ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাকি না দেওয়ায় গুলি করা সেই যুবক ছিলেন আ. লীগের সাবেক এমপির ঘনিষ্ঠ সহযোগী

মাসুম লুমেন, গাইবান্ধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ২১:৫১, ১৩ আগস্ট ২০২৫
বাকি না দেওয়ায় গুলি করা সেই যুবক ছিলেন আ. লীগের সাবেক এমপির ঘনিষ্ঠ সহযোগী

গোলাপ প্রামাণিক। ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাপুরে বাকি না দেওয়ায় হোটেল মালিকের ছেলে ও এক নারীকে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তের নাম গোলাপ প্রামাণিক (৩৬)। তিনি ছিলেন গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী।

বুধবার (১৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘গোলাপ আমার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিনমজুর তয়েজ উদ্দিনের ছেলে। গোলাপের বয়স যখন ৭ থেকে ৮ বছর, তখন সাবেক এমপি উম্মে কুলছুম স্মৃতি গোলাপকে তার বাড়িতে নিয়ে যান। এরপর এমপির বাড়িতেই বড় হন গোলাপ। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গোলাপ এমপির বাড়িতেই বসবাস করতেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।’’

আব্দুর রহমান বলেন, ‘‘গোলপকে সন্তানের মতো লালন-পালন করতেন উম্মে কুলছুম স্মৃতি। গোলাপকে আমাদের গ্রামে একটি বাড়িও করে দিয়েছেন তিনি।’’

আব্দুর রহমান অভিযোগ করে বলেন, ‘‘সম্প্রতি গোলাপ মাদক-চোরাকারবারিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। পুলিশের পাশাপাশি আমরাও তাকে ধরতে সব জায়গায় লোকজন প্রস্তুত রেখেছি। কোনোভাবে যেন তিনি পালিয়ে যেতে না পারেন।’’

এর আগে, বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিত বাজারে গুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে ওয়াসিম আকন্দ (২৫) এবং একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা বেগম (৩০)। তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোলাপ প্রামাণিক দুইজনকে সঙ্গে নিয়ে আবু বক্করের হোটেলে যান। সেখানে চা-সিঙ্গারা খেয়ে দাম না দিয়ে চলে যেতে চাইলে তাদের বাধা দেন ওয়াসিম। এ সময় বাকি দেওয়া যাবে না বলে ওয়াসিম তাকে জানান। সেই সঙ্গে গোলাপের কাছে আগের বাকি টাকাও চান ওয়াসিম। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে গোলাপ তার কোমর থেকে পিস্তল বের করে ওয়াসিমের পায়ে গুলি করেন। তাকে উদ্ধার করতে সেলিনা এগিয়ে গেলে তাকেও গুলি করেন গোলাপ। তাৎক্ষণিক এলাকাবাসী এগিয়ে গেলে ফাঁকা গুলি ছুড়ে গোলাপ ও তার সঙ্গীরা পালিয়ে যান।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘‘গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কি-না তা তদন্ত করা হচ্ছে।”

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফুর রহমান বলেন, ‘‘দুপুরের দিকে এক পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এর মধ্যে, পুরুষের অণ্ডকোষের নিচে ও নারীর উরুতে গুলি লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তারা দুজনই শঙ্কামুক্ত।’’

ঢাকা/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়