জন্মদিনের পরদিন নদীতে ঝাঁপ কলেজছাত্রীর
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে নদীতে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) নিখোঁজ ছাত্রীর খোঁজ মেলেনি।
নিখোঁজ লামিয়া আক্তার (১৭) ওই উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী মো. হাবিবুল্লাহ বলেন, ‘‘সেতুর নিচে নৌকায় বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি একটি মেয়ে নদীতে লাফিয়ে পড়েছে। এরপর আমার দুজন চিৎকার দিয়ে নদীতে লাফিয়ে পড়ি। কিন্তু, স্রোতের কারণে পৌঁছাতে দেরি হয়। সে তলিয়ে যাওয়ার আগে দুই হাত উঁচু করে ছিল।”
নিখোঁজ ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘‘গতকাল মেয়ের জন্মদিন ছিল। রাতে জাঁকজমকভাবে অনুষ্ঠান হয়েছে। কী কারণে মেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল, বলতে পারব না।’’
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, “৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে অভিযান শুরু করেছি। তবে, নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।”
ঢাকা/রফিক/রাজীব