ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষের ভালোবাসায় সিক্ত যতীন সরকার

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৫২, ১৩ আগস্ট ২০২৫
মানুষের ভালোবাসায় সিক্ত যতীন সরকার

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার (৮৯)। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত তার মরদেহ নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রায় পোদ্দার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মরদেহ নেত্রকোনা উদীচী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবন সাতপাই এলাকার ‘বানপ্রস্থে’ রাখা হয়।  সেখান থেকে রাত ১১ থেকে ১২টার দিকে নেত্রকোনা মহাশ্মশান ঘাটে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এর আগে, বুধবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা/ইবাদ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়