ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১২:১৯, ১৪ আগস্ট ২০২৫
গাজীপুরে ট্রেন আটকে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ 

গাজীপুরের জয়দেবপুর শিমুলতলী এলাকায় বৃহস্পতিবার সকালে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা গাজীপুরের ডুয়েট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন। ফলে ৪০ মিনিটের মতো উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা পাশের রেললাইনে অবস্থান নেন। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে শহরের শিববাড়ি মোড়ের দিকে যান। 

আরো পড়ুন:

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৩ আগস্ট ও ১৫ আগস্ট ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের করা রিটের কারণে স্থগিত করা হয়। এর প্রতিবাদে এবং দশম গ্রেড উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে। 

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, “শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা একপর্যায়ে বনলতা ট্রেন আটকে দেন। ৪০ মিনিট পর ট্রেন ছেড়ে দিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়