ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:১৮, ১৪ আগস্ট ২০২৫
পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলমগীর হোসেন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

পুলিশ জানায়, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু ও পাথর লুটের একটি মামলার ওয়ারেন্ট ছিল। এ কারণে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া, গত বছরের ৫ আগস্টের পর সাদাপাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করে। এরপর থেকে তিনি কোনো নৌকা সাদাপাথরে পাঠাননি।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র বলেন, “আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি। সকালে ডিবি পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে আদালতে পাঠাব।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়