ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে উপজেলা বিএনপির সভাপতিসহ ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১৪ আগস্ট ২০২৫  
টাঙ্গাইলে উপজেলা বিএনপির সভাপতিসহ ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইলে জুয়া কাণ্ডের ঘটনায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সদর উপজেলা বিএনপির সভাপতিসহ তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী লিখিতভাবে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

আরো পড়ুন:

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন লিটন।

চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী বলেন, “বৃহস্পতিবারের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব পৌছে দেওয়া হবে।”

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাবে জুয়া খেলার সময় আজগর আলীসহ ৩৪ জনকে আটক করে যৌথবাহিনী। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে পাঠানো হয়। পরে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তাদের জামিন মঞ্জুর করেন।

ঢাকা/কাওছার/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়