ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার সাংবাদিক তুহিনের হত্যাস্থলে শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৩৬, ১৪ আগস্ট ২০২৫
এবার সাংবাদিক তুহিনের হত্যাস্থলে শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত

ফাইল ফটো

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাদ্দাম হোসেন (৩০) নামে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আহত সাদ্দাম হোসেনের নাম ছাড়া বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে সাদ্দাম হোসেন ও দেলোয়ার হোসেন নামের দুই যুবক শরবত বিক্রি করেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে সাদ্দাম-দেলোয়ারের মধ্যে বিবাধ হয়। একপর্যায়ে দেলোয়ার তার কাছে থাকা ছুরি দিয়ে সাদ্দামের পিঠে ও হাতে আঘাত করেন। এতে গুরুতর আহত হন সাদ্দাম। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ও অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়।

এর আগে, গত ৭ আগস্ট এখানেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়