ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৪ আগস্ট ২০২৫  
নেত্রকোণায় পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

নেত্রকোণা জেলা শহরের নাগড়া এলাকায় বিএডিসি ফার্মের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পলাশাটি গ্রামের দিপু মিয়া (৪০), মৌগাতী ইউনিয়নের হলুদআটি গ্রামের হান্নান মিয়া (৪০) এবং আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের ছালাম (৪০)।

আরো পড়ুন:

নেত্রকোণা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘‘ভবনটি পরিত্যক্ত। এটি ভাঙার ছাদ ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন তিনজন। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।’’

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘‘নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়