গাছের পাতা খাওয়ায় কুপিয়ে মারা হলো ছাগলকে
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৃত ছাগল নিয়ে থানার সামনে আল মাহমুদ ও তার স্ত্রী জাহেদা খাতুন
বগুড়ার শেরপুরে কলা গাছের পাতা খাওয়ায় একটি ছাগলকে কুপিয়ে মারা হয়েছে। একইসঙ্গে ছাগলের মালিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ছাগলের মালিক আল মাহমুদ শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের বাঙ্গালী নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে জাহেদা খাতুন ও তার পাঁচ বছরের মেয়ে মেহজাবিন ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে একটি ছাগল ওই গ্রামের আব্দুর রহমান বাটুর বাড়ির পাশের কলাগাছের পাতা খায়। এ সময় আব্দুর রহমানের ছেলে সজীব হাসান ধারালো দা দিয়ে একটি ছাগলকে কুপিয়ে মেরে ফেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘‘অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/এনাম/রাজীব