ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ২১:৫৮, ১৪ আগস্ট ২০২৫
সাতক্ষীরায় বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির পাঁচ নেতাকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাতে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন— ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সার্চ কমিটির সদস্য আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, বিএনপি কর্মী ইব্রাহিম খলিল, লিটন ও সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট ধলবাড়িয়া ইউনিয়নের ৯ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্ধারণে গণতান্ত্রিক ভোটে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় তারা ঔদ্ধত্য আচরণ, ভোটে বাধা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সুনাম ক্ষুণ্ণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ বলেন, ‘‘দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলকে ভালোবাসলে দলের নীতি ও আদর্শ মেনে চলতে হবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়