আহত মেছো বাঘকে পিটিয়ে মারল এলাকাবাসী
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহের শৈলকূপায় ধান কাটার হারভেস্টর মেশিনের ধাক্কায় আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকূপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এ সময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। একপর্যায়ে বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষক বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচ খালের পাশে গর্ত খুঁড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।
স্থানীয় সংবাদকর্মী জাফরুল ইসলাম শিমুল বলেন, ‘‘মেছো বাঘ আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, বাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।’’ এ সময় এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে বলে দাবি করেন তিনি।
শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান বলেন, ‘‘আমি সাক্ষী দিতে গাজীপুরে এসেছি। ঘটনাস্থলে আমার সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।’’
এ বিষয়ে প্রাণ-পরিবেশ-প্রতিবেশ গবেষক ও সংগঠক সুজন বিপ্লব বলেন, ‘‘এ ঘটনায় অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব